আমদানি নীতি আদেশ, ২০২১-২০২৪ এর পরিশিষ্ট ১(খ), কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর সেকশন-১৫ এবং কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর অধীন এসআরও নং এসআরও নং-৩৭-আইন/২০২২/৫৩/কাস্টমস, তারিখ: ১৬-০২-২০২২ খ্রি. অনুযায়ী নিম্নবর্ণিত পণ্যসমূহ আমদানি নিষিদ্ধ পণ্য। কিছু পণ্য আমদানি নীতি আদেশ, ২০২১-২০২৪ অনুযায়ী আমদানি নিষিদ্ধ না হলেও উল্লিখিত এসআরও অনুযায়ী কিছু পণ্য কোন কোন কাস্টম হাউস/কাস্টমস স্টেশন দিয়ে আমদানি করা যায় না।
আমদানি নীতি আদেশ, ২০২১-২০২৪ এর পরিশিষ্ট ১(খ) অনুযায়ী আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকা নিম্নরূপ-
আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকা
‘খ’ অংশ
নিম্নবর্ণিত পণ্যসমূহ আমদানিযোগ্য হইবে না, যথা:―
(১) বাংলাদেশ সার্ভে ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত মানচিত্র অনুযায়ী বাংলাদেশের সীমারেখা দেখানো হয় নাই এইরূপ মানচিত্র, চার্ট ও ভৌগোলিক গ্লোব;
(২) হরর কমিকস (Horror comics), অশ্লীল ও নাশকতামূলক সাহিত্য ও অনুরূপ ধরনের পুস্তিকা সংবাদপত্র, সাময়িকী, পোস্টার, ফটো, ফিল্ম, গ্রামোফোন রেকর্ড, অডিও ও ভিডিও ক্যাসেট, টেপ ইত্যাদি।
(৩) এইরূপ বহি, পুস্তিকা, সংবাদপত্র, সাময়িকী, দলিল দস্তাবেজ, কাগজপত্রাদি, পোস্টার, ফটো ফিল্ম, গ্রামোফোন রেকর্ড, অডিও ও ভিডিও ক্যাসেট, টেপ ইত্যাদি যাহার বিষয়সমূহ বাংলাদেশের যে কোনো শ্রেণির নাগরিকদের ধর্মীয় বিশ্বাস অথবা অনুভূতিতে আঘাত হানিতে পারে;
(৪) এই আদেশে ভিন্নরূপ বিধান না থাকিলে, সেকেন্ডারি বা সাব-স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা নিম্নমানের পণ্য অথবা পুরাতন, ব্যবহৃত, পুনঃসংস্কৃত (রিকন্ডিশন্ড) পণ্য অথবা কারখানায় বাতিলকৃত বা জব লট ও স্টক লটের পণ্য;
(৫) রিকন্ডিশন্ড অফিস ইকুইপমেন্ট, ফটোকপিয়ার, টাইপরাইটার মেশিন, টেলেক্স, ফোন, ফ্যাক্স, পুরাতন কম্পিউটার, পুরাতন কম্পিউটার সামগ্রী, পুরাতন ইলেকট্রনিক্স সামগ্রী;
(৬) এইরূপ পণ্যাদি ও উহার পেটিকা যাহাতে কোনো ধর্মীয় গুঢ়ার্থ সম্পর্কীয় এমন কোনো শব্দ বা উৎকীর্ণ লিপি আছে যাহার ব্যবহার বা বিবরণ বাংলাদেশের কোনো নাগরিকের ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিতে আঘাত হানিতে পারে;
(৭) এইরূপ পণ্যসামগ্রী ও উহার পেটিকা যাহাতে অশ্লীল ছবি লিখন বা উৎকীর্ণ লিপি অথবা এই জাতীয় দৃশ্যমান নিদর্শন বিদ্যমান আছে;
(৮) এই আদেশে ভিন্নরূপ বিধান না থাকিলে জীবিত শুকর এবং শুকরজাত সকল ধরনের পণ্য;
(৯) সকল প্রকার শিল্প স্লাজ (Industrial Sludge) ও স্লাজ দ্বারা প্রস্তুতকৃত সার এবং যে কোনো সামগ্রী;
(১০) এই আদেশে ভিন্নরূপ বিধান না থাকিলে, সকল প্রকার বর্জ্য পদার্থ;
(১১) শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর আওতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ১০০ (একশত) ডেসিবল মাত্রার অধিক মাত্রার হর্ন;
(১২) Stockholm Convention on Persistent Organic Pollutants (POPs) এর আওতায় নিম্নবর্ণিত রাসায়নিক কীটনাশক এবং শিল্পজাত রাসায়নিক পণ্য―
এলড্রিন, ক্লোরডেন, ডিডিটি, ডাইএলড্রিন, এনড্রিন, হেপ্টাক্লোর, মিরেক্স টক্সাফেন, হেক্সাক্লোরোবেনজিন, পলিক্লোরিনেটেড বাইফিনাইল (পিসিবি);
(১৩) ক্যাসিনোসহ জুয়া খেলার ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, সরঞ্জাম ইত্যাদি;
(১৪) চিংড়ি মাছ (এইচএস হেডিং ০৩.০৬ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(১৫) পপি সিড ও পোস্ত দানা (এইচএস হেডিং ১২.০৭ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড) (মসলা হিসাবে অথবা অন্য কোনোভাবেও ব্যবহার্য পোস্ত দানা);
(১৬) ঘাস (এনড্রোপোজেন এসপিপি) ও ভাং (ক্যানাবিস সাটিভা) (এইচএস হেডিং ১২.১১ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(১৭) ওয়াইন লিজ, আরগোল (এইচএস হেডিং ২৩.০৭ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(১৮) লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি), লিকুইফাইড প্রপ্রেন ও বিউটেনস (যা এলপিজি’র অংশ) ব্যতীত পেট্রোলিয়াম গ্যাস এবং অন্যান্য গ্যাসীয় হাইড্রোকার্বন (এইচএস হেডিং ২৭.১১ এর সংশিষ্ট সকল এইচএস কোড);
(১৯) পেট্রোলিয়াম কোক এবং পেট্রোলিয়াম বিটুমিন ব্যতীত পেট্রোলিয়াম তৈলের রেসিডিউ সমূহসহ সকল পণ্য আমদানি নিষিদ্ধ (এইচএস হেডিং ২৭.১৩ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(২০) ঘন চিনি (Sodium Cyclamate) (এইচএস হেডিং ২৯.২৯ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(২১) কৃত্রিম সরিষার তৈল (অ্যালাইল আইসোথায়ো সায়োনেট) (এইচএস হেডিং ২৯.৩০ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(২২) পলিপ্রোপাইলিন ব্যাগ ও পলিইথিলিন ব্যাগ (এইচএস হেডিং ৩৯.২৩ ও ৬৩.০৫ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(২৩) থ্রি হুইলার যানবাহনের (টেম্পু, অটোরিক্সা ইত্যাদি) দুই স্ট্রোক ইঞ্জিনসহ চেসিস (এইচএস হেডিং ৮৪.০৮ এর এইচএস কোড ৮৪০৮.৯০ তে শ্রেণিবিন্যাসযোগ্য);
(২৪) দুই স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট থ্রি হুইলার যানবাহন (টেম্পু, অটোরিক্সা ইত্যাদি) (এইচএস হেডিং ৮৭.০৩ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড);
(২৫) গ্যাস সিরিঞ্জ (এইচএস হেডিং ৯০.১৮ এর সংশ্লিষ্ট সকল এইচএস কোড); এবং
(২৬) পুরাতন বা ব্যবহৃত মোটর সাইকেল।
কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর সেকশন-১৫ অনুযায়ী নিষিদ্ধ পণ্য বা নিষিদ্ধকরণের ক্ষেত্রগুলো নিম্নরূপ-
১৫। নিষিদ্ধকরণ।―নিম্নবর্ণিত দফাসমূহে উল্লিখিত কোন পণ্য বিমান অথবা স্থল অথবা সমুদ্রপথে বাংলাদেশে আনয়ন করা যাইবে না:
(ক) নকল মুদ্রা;
(খ) জাল বা নকল মুদ্রা নোট এবং অন্য কোন নকল দ্রব্য;
(গ) কোন অশ্লীল পুস্তক, পুস্তিকা, কাগজ, অংকন, চিত্রকর্ম, উপস্থাপনা, প্রতিকৃতি, আলোকচিত্র, চলচ্চিত্র অথবা বস্তু, ভিডিও অথবা অডিও রেকর্ডিং, সিডি অথবা অন্য কোন মাধ্যমে রেকর্ডিং;
(ঘ) দণ্ড বিধি, ১৮৬০ (১৮৬০ সনের ৪৫ নং আইন) এর সংজ্ঞার আওতাধীন নকল ট্রেড মার্ক প্রয়োগযোগ্য পণ্য অথবা ট্রেডমার্ক আইন, ২০০৯ (২০০৯ সনের ১৯ নং আইন) এর সংজ্ঞার আওতাধীন মিথ্যা বাণিজ্যিক বর্ণনা প্রয়োগযোগ্য পণ্য;
(অ) ঐ পণ্য যে বাংলাদেশের বাহিরে কোন স্থানে প্রস্তুত বা উৎপাদিত সে সম্পর্কে উক্ত নাম বা ট্রেড মার্ক ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সূচক থাকে; এবং
(আ) যে দেশে উক্ত স্থান অবস্থিত উহার নাম অথবা ট্রেড মার্কের যে কোন অক্ষরের মত বড় অক্ষরে এবং স্পষ্টভাবে এবং যে ভাষায় এবং বর্ণমালায় নাম এবং ট্রেড মার্ক লেখা হইয়াছে সেই ভাবে উক্ত সূচকে দেখানো হয়;
(চ) বাংলাদেশের বাহিরে প্রস্তুত খণ্ড পণ্যসমূহ (যাহা সাধারণতঃ দৈর্ঘ্য অথবা খণ্ড হিসাবে বিক্রয় করা হয়), যদি না বাংলাদেশে আপাতত প্রযোজ্য প্রমিত মিটারে বা অন্য কোন পরিমাপে উহার প্রকৃত দৈর্ঘ্য আরবী সংখ্যায় প্রতিটি খণ্ডে সুস্পষ্টভাবে স্ট্যাম্পযুক্ত থাকে;
(ছ) বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশের বাহিরে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য এবং উক্ত পণ্যের শ্রেণিভূক্ত কোন পণ্য যাহার ক্ষেত্রে বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ৫ নং আইন) এর অধীন প্রয়োগযোগ্য কোন কপিরাইট বিদ্যমান এবং এইরূপ ডিজাইনের কোন প্রতারণাপূর্ণ অথবা দৃশ্যমান অনুকরণ, যদি না এইরূপ ডিজাইনের প্রয়োগ ডিজাইনটির নিবন্ধিত সত্বাধিকারীর লাইসেন্স অথবা লিখিত অনুমতি ব্যতিরেকে করা হইয়া থাকে;
(জ) বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে বাণিজ্যিকভাবে বিক্রয় অথবা ব্যবহারের উদ্দেশ্যে বাংলাদেশের বাহিরে উৎপাদিত কোন পণ্য অথবা সামগ্রী, যাহাতে কপি রাইট আইন, ২০০০ (২০০০ সনের ২৮ নং আইন) লংঘিত হয় অথবা কোন ইনটিগ্রেটেড সার্কিটের নক্সাকৃত ডিজাইন লংঘিত হয়; এবং
(ঝ) ভৌগলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৪ নং আইন) এর বিধান লঙ্ঘন করিয়া বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রয় বা ব্যবহারের জন্য বাংলাদেশের বাহিরে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য।
কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর অধীন এসআরও নং এসআরও নং-৩৭-আইন/২০২২/৫৩/কাস্টমস, তারিখ: ১৬-০২-২০২২ খ্রি. অনুযায়ী আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকা নিম্নরূপ-
ক্রমিক নং | স্থলপথ/জলপথ | আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকা |
(১) | (২) | (৩) |
১। | বেনাপোল-পেট্রাপোল সড়ক ও রেলপথ | সুতা (কাস্টমস বন্ড লাইসেন্স প্রাপ্ত শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড লাইসেন্সের আওতায় আমদানিয় সুতা ব্যতিত) ও গুঁড়া দুধ। |
২। | কোলকাতা-হলদিবাড়ী-রায়মঙ্গল নৌ-রুট | মাছ, সুতা, গুঁড়া দুধ, চিনি ও আলু । এছাড়াও নিম্নলিখিত টেবিলভুক্ত পণ্য ব্যতিত অন্যান্য পণ্য আমদানি নিষিদ্ধ ও রপ্তানি নিষিদ্ধ- Export from West Bengal to Bangladesh Export from Bangladesh to West Bengal Name of commodities Quantities allowed to be carried Name of commodities Quantities allowed to be carried (1) (2) (3) (4) 1. Fresh fruits Head load 1. Fish Head load 2. Vegetables Do 2. Poultry and eggs Do 3. Spices 2 Kilogram 3. Coconuts Do 4. Milk and milk products Head load 4. Spices 2 Kilogram 5. Gram and pulses Do 5. Betel leaves Head load 6. Gur Do 6. Fodder /cattle Head load 7. Firewood Boat load, raft or cart load 1.Golpatta Do 8. Bamboo Do 8. Chhana and sweet-meats Do 9. Thatching grass Do 9. Fresh fruits Do 10. Simul Cotton Head load 10. Vegetables Do 1 1. Mustard oil 1 Kilogram 1 1. Hogla leaves Do 12. Mustard seed / rape seed Head load 12. Firewood Do 13.Coconut oil 1 Kilogram 13. Gur Do 14. Simul Cotton Do 15. Broomsticks Do 16. Bamboo Boat, raft or cart load 17. Thatching grass Do |
৩। | কোলকাতা-হলদিবাড়ী-রায়মঙ্গল-খুলনা নৌ-রুট | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ, জিপসাম, ক্লিংকার ও ভুট্টা ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪। | ভোমরা-ঘোজাডাঙ্গা সড়ক পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ব্যবহার্য কাঁচাতুলা, চাল, মসুর ডাল, কোয়ার্টজ, তাজা ফুল, খৈল, গমের ভুসি, ভুট্টা, চাউলের গুঁড়া, সয়াবিন কেক, শুঁটকি মাছ (প্যাকেটজাত ব্যতীত), হলুদ, জীবন্ত মাছ, হিমায়িত মাছ, পান, মেথি (Fenugreek seeds), মাছ, চিনি, মসলা, জিরা, মোটর পার্টস, স্টেইনলেস স্টিলওয়্যার, রেডিও ও টিভি পার্টস, মার্বেল স্ল্যাব, তামাক ডাঁটা (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসাবে আমদানীয়), শুকনা তেঁতুল, ফিটকিরি, Aluminum এর Tableware ও Kitchenware, Fishfeed, আগরবাতি, জুতার সোল, শুকনা কুল, Adhesive, ফ্লাই অ্যাশ, তাজা ও শুকনা ফলমূল, সকল প্রকার তাজা সবজি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনে, সকল প্রকার খৈল, ফায়ার ক্লে, থান ক্লে, স্যান্ড স্টোন, মার্বেল চিপস, ডলোমাইট, ফ্লোগোফাইট, ট্যালক, পটাশ ফেলসপার, গ্রানুলেটেড স্ল্যাগ, সোডা পাউডার, তিল, সরিষা, রেডিমেড গার্মেন্টস, ইমিটেশন জুয়েলারি, সুপারি, হার্ডওয়্যার ও গ্রানাইট স্ল্যাব, তুলা, সুতা, গাড়ির চ্যাসিস, প্রকল্পের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কিসমিস, এলাচ, গোল মরিচ, লবঙ্গ, বিট লবণ, তেঁতুলের বিচি ও জিপসাম ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৫। | দর্শনা-গ্যেদে রেলপথ ও সড়ক পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, চাল, ভুসি, ভুট্টা, বিভিন্ন প্রকার খৈল, পোল্ট্রি ফিড, ফ্লাই অ্যাশ, রেলওয়ে স্লিপার, বিল্ডিং স্টোন, রোড স্টোন, স্যান্ড স্টোন, বিভিন্ন প্রকার ক্লে, গ্রানুলেটেড স্ল্যাগ, জিপসাম, স্পঞ্জ আয়রন, পিগ আয়রন, ক্লিংকার, কোয়ার্টজ, ডাল, কাঁচা তুলা ও তুলার বেল ও প্রকল্পের যন্ত্রপাতি ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৬। | দৌলতগঞ্জ-মাজদিয়া রোড সড়ক পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৭। | স্বাধীনতা সড়ক (মেহেরপুর-মুজিবনগর- চাপড়া-কৃষ্ণনগর সড়ক) সড়ক পথ | মাছ, সুতা, গুঁড়া দুধ, চিনি ও আলু (HS Code 0701.90.19 ও 0701.90.29) আমদানি নিষিদ্ধ। এছাড়াও নিম্নলিখিত টেবিলভুক্ত পণ্য ব্যতিত অন্যান্য পণ্য আমদানি নিষিদ্ধ ও রপ্তানি নিষিদ্ধ- Export from West Bengal to Bangladesh Export from Bangladesh to West Bengal Name of commodities Quantities allowed to be carried Name of commodities Quantities allowed to be carried (1) (2) (3) (4) 1. Fresh fruits Head load 1. Fish Head load 2. Vegetables Do 2. Poultry and eggs Do 3. Spices 2 Kilogram 3. Coconuts Do 4. Milk and milk products Head load 4. Spices 2 Kilogram 5. Gram and pulses Do 5. Betel leaves Head load 6. Gur Do 6. Fodder /cattle Head load 7. Firewood Boat load, raft or cart load 1.Golpatta Do 8. Bamboo Do 8. Chhana and sweet-meats Do 9. Thatching grass Do 9. Fresh fruits Do 10. Simul Cotton Head load 10. Vegetables Do 1 1. Mustard oil 1 Kilogram 1 1. Hogla leaves Do 12. Mustard seed / rape seed Head load 12. Firewood Do 13.Coconut oil 1 Kilogram 13. Gur Do 14. Simul Cotton Do 15. Broomsticks Do 16. Bamboo Boat, raft or cart load 17. Thatching grass Do |
৮। | গোদাগাড়ী-সুলতানগঞ্জ- মায়া-ধুলিয়ান নৌ-রুট | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৯। | রাজশাহী-গোদাগাড়ী-সুলতানগঞ্জ-মায়া-ধুলিয়ান নৌ-রুট | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
১০। | (ক) ধুবড়ী-নুনখাওয়া-চিলমারী-বাহাদুরাবাদ-সিরাজগঞ্জ নৌ রুট; (খ) কোলকাতা-হলদি বাড়িরায়-মঙ্গল-সিরাজগঞ্জ নৌ-রুট; (গ) ধুলিয়ান-মায়া- গোদাগাড়ি-রাজশাহী-সিরাজগঞ্জ নৌ-রুট; (ঘ) পেট্রাপোল- বেনাপোল-সিরাজগঞ্জ রেল রুট; (ঙ) গ্যেদে-দর্শনা-সিরাজগঞ্জ রেল রুট; | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ডিজেল (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক আমদানিতব্য) ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
১১। | শিবগঞ্জ-সোনামসজিদ-মহদিপুর, মালদা সড়ক পথ | ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সকল প্রকার পেপার ও পেপার বোর্ড, গুঁড়া দুধ, জুস, টোব্যাকো (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসাবে আমদানীয় তামাক ডাঁটা ব্যতিত) আমদানি নিষিদ্ধ। |
১২। | রহনপুর-সিংগাবাদ রেল রুট ও সড়ক পথ | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, Fly Ash, Lime Stone, Sand Stone, Road Stone, Dry fish, Maize, Rape Seed Extract, Soyabean Oil, Soyabean Extract, Dry Oil Rice Bran (DORB), এবং Deboiled Cake (পশু খাদ্য) ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
১৩। | রেল রুট ভায়া রহনপুর | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, কাঁচা সুপারি, চাল, শুঁটকি মাছ, তেঁতুল, বাঁশ, পান, মসুর ডাল, ভুট্টা, গমের ভুসি, তেজপাতা, হলুদ, গোল মরিচ, টমেটো, শুকনা কুল এবং জিরা ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
১৪। | ধামইরহাট-বালুরঘাট রোড সড়ক পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
১৫। | হিলি (বাংলাদেশ) হইতে হিলি (ভারত) সড়ক পথ | ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সকল প্রকার পেপার ও পেপার বোর্ড, সুতা, গুঁড়া দুধ, জুস, টোব্যাকো (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসাবে আমদানীয় তামাক ডাঁটা ব্যতীত) আমদানি নিষিদ্ধ। |
১৬। | বিরল-রাধিকাপুর রেল ও সড়ক রুট | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, Soyabean Extract, Rape Seed Extract, Maize, DORB (Dry Oil Rice Bran) চাল ও ডিজেল ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
১৭। | (ক) বাংলাবান্ধা রোড, তেতুলিয়া-ফুলবাড়ি, শিলিগুড়ি সড়ক পথ | (ক) ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু এবং নেপালে উৎপাদিত ও প্রক্রিয়াজাত আলু; (খ)ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সকল প্রকার পেপার ও পেপার বোর্ড, মাছ, সুতা (কাস্টমস বন্ড লাইসেন্সপ্রাপ্ত শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড লাইসেন্সের আওতায় আমদানীয় সুতা ব্যতিত), আলু (HS Code 0701.90.19 ও 0701.90.29), জুস, গুঁড়া দুধ, টোব্যাকো (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসাবে আমদানীয় তামাক ডাঁটা ব্যতীত), রেডিও-টিভি পার্টস, সাইকেল পার্টস, মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্লাব অ্যান্ড টাইলস, মিক্সড ফেব্রিক্স। |
(খ) নুমালীগড় রিফাইনারি লিমিটেড এর শিলিগুড়িস্থ মার্কেটিং টার্মিনাল হইতে ফুলবাড়ি হইয়া পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা মৌজার মহানন্দা নদীর নীচ দিয়া দিনাজপুর জেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পার্বতীপুর ডিপো পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসবিশিষ্ট ভূগর্ভস্থ ১২৬.৫০ কিলোমিটার (বাংলাদেশ অংশের) পেট্রোলিয়াম পাইপলাইন | ডিজেল (Gas Oil) ব্যতিত সকল পণ্য | |
১৮। | চিলাহাটি-হলদিবাড়ী রেল ও সড়ক রুট | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ, রেলওয়ে স্লিপার, পেট্রোলিয়াম পণ্য (যেমন-ডিজেল), প্রাকৃতিক বালু ও নুড়ি পাথর ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
১৯। | বুড়িমারী-চেংড়াবান্ধা সড়ক পথ ও রেল রুট | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সকল প্রকার পেপার ও পেপার বোর্ড, গুঁড়া দুধ, টোব্যাকো (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসাবে আমদানীয় তামাক ডাঁটা ব্যতীত), রেডিও-টিভি পার্টস, সাইকেল পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্লাব অ্যান্ড টাইলস, মিক্সড ফেবিক্স। |
২০। | সোনাহাট-গোলকগঞ্জ ধুবরি রোড সড়ক পথ | (ক) ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজ, খৈল, টিম্বার, বীজ, শিলপাটা, সুপারি, ফ্লাই অ্যাশ, কাঁচা তুলা, তেঁতুলের বিচি, ভুসি, মরিচ ও মসলা ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২১। | তুরা-রৌমারী এবং রৌমারী-মানকাচর রোড নদী পারাপার নৌ-রুট | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২২। | ধুবড়ি (আসাম)- নুনখাওয়া-চিলমারি নৌ-রুট | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, কাঁচা তুলা, চাল, গমের ভুসি ও ফ্লাই অ্যাশ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২৩। | ধুবরি-নুনখাওয়া নৌরুট | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২৪। | ধুবড়ী-নুনখাওয়া-চিলমারী-আরিচা নৌ রুট | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২৫। | গারো পাহাড়ে প্রবিষ্ট শ্রীবর্দি-কামালপুর সড়ক পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, কাঁচা সুপারি, চাল, শুঁটকি মাছ, তেঁতুল, বাঁশ, পান, মসুর ডাল, ভুট্টা, গমের ভুসি, তেজপাতা, হলুদ, গোরমরিচ, টমেটো, শুকনা কুল ও জিরা ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২৬। | নাকুগাঁও-ডালু সড়ক পথ | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, শুঁটকি মাছ, সুপারি ও ফ্লাই অ্যাশ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২৭। | গোবরাকুড়া (বাংলাদেশ) হইতে গান্দিবর, গাছুয়াপাড়া (ভারত) সড়কপথ | (ক) ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, ফুল ঝাড়ু, ডাব, হলুদ, কাজু বাদাম, তেঁতুল, তিল, সরিষা ভুসি ও চাউলের কুড়া ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২৮। | কড়ইতলী (বাংলাদেশ) হইতে গান্দিবর, গাছুয়াপাড়া (ভারত) সড়কপথ | (ক) ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, ফুল ঝাড়ু, ডাব, হলুদ, কাজু বাদাম, তেঁতুল, তিল, সরিষা ভুসি ও চাউলের কুড়া ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
২৯। | (ক) বরছড়া (বাংলাদেশ) হইতে বরছড়া (ভারত) সড়কপথ; (খ) বাগলী (বাংলাদেশ) বাগলী (ভারত); (গ) চারাগাও (বাংলাদেশ)-চারাগাও (ভারত) | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩০। | (ক) আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা হইতে রশি পথ ছাতক হইতে খাসিয়া এবং জৈন্তা পাহাড়ের পাথর ডিপো; (খ) ছাতক হইতে কুমড়া (ভারত) নদী পথ ভায়া কোম্পানীগঞ্জ, ধোলাই নদী এবং পিয়াইন নদী; (গ) সুনামগঞ্জ, ধোলাই এবং জাদুকাটা নদী পথ হইয়া ছাতক হইতে বরছড়া (ভারত); (ঘ) দারোগা খেল এবং সোনাই নদী পথে ছাতক হইতে আসাম রুট | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩১। | সীমান্ত পিলার থেকে লাফার্জ সুরমা সিমেন্ট লি. নোয়ারাই, ছাতক, সুনামগঞ্জ-এর Long conveyor Belt (দূরত্ব ১০ কিলোমিটার এবং প্রস্থ ২০ মিটার। বাংলাদেশ-ভারত সীমানা পিলার পশ্চিমে ১২৩৮-৯ এস এবং পূর্বে ১২৩৮-১০ এস) | লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা কর্তৃক কাঁচামাল হিসেব আমদানীয় (১) Limestone (২) siltone (৩) Shale ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩২। | চেলা (বাংলাদেশ)- শেলাবাজার (ভারত) নদী পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩৩। | ইছামতি (বাংলাদেশ)- (ইছামতি-ভারত) নদীপথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩৪। | (ক) ভোলাগঞ্জ (বাংলাদেশ) হইতে ভোলাগঞ্জ (ভারত) সড়ক (খ) সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ মৌজার সীমান্ত পিলার নং ১২৫১ (১১S, ১২S) হইতে ভারতীয় মেঘালয় রাজ্যের, ইস্টখাসি হিল, বড়পুঞ্জি, জুরি সীমান্ত | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। পাথর (Stones, Lime Stones and Boulders Stones) ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩৫। | তামাবিল-ডাউকি সড়কপথ | (ক) নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) মাছ, সুতা, গুঁড়া দুধ, চিনি ও আলু (HS Code 0701.90.19 ও 0701.90.29)। |
৩৬। | জকিগঞ্জ-করিমগঞ্জ (কুশিয়ারা নদী পারাপার রুট) | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, রাবাবের স্যান্ডেল, শুঁটকি মাছ, তাজা ফুল ও বাঁশ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩৭। | শেওলা-সুতারকান্দি সড়ক পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, তাজাফুল, মোটর সাইকেলের যন্ত্রাংশ (টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ), গামের্ন্টস সামগ্রী, ওয়েল্ডিং রড, শুঁটকি মাছ ও ভুট্টা ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩৮। | বেতুলীরাগনাবাজার সড়ক পথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৩৯। | চাতলাপুর-মনু, কৈলা শহর সড়ক ও নৌপথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ ও শুঁটকি ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪০। | বাল্লা-খোয়াই সড়ক ও নৌপথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪১। | নৌ ও রেল রুট | মাছ, সুতা, গুঁড়া দুধ, চিনি ও আলু (HS Code 0701.90.19 ও 0701.90.29) ব্যতীত কেবল নিম্নবর্ণিত শ্রেণির আমদানিতব্য পণ্য, যথা:¾ গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪২। | আখাউড়া- আগরতলা রোড সড়ক পথ | (ক) ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, শুঁটকি মাছ, সাতকরা, আগরবাতি, জিরা, রাবার (Raw), মেইজ, Stone boulder, সয়াবিন বীজ, Bamboo Products, Arjun Flower (Broom), পান, CNG Spare parts, কাজু বাদাম, কাগজ, চিনি, জেনারেটর, ভাঙ্গা কাঁচ, চকোলেট, বেবি ওয়াইপার, কনফেকশনারি দ্রব্যাদি, বিটুমিন, পান, টমেটো, মেথি (Fenugreek seeds), শুকনা তেঁতুল, শুকনা কুল, ফ্লাই অ্যাশ, সকল প্রকার খৈল, ফায়ার ক্লে, থান ক্লে, মার্বেল চিপস, তিল, সরিষা, সুপারি, স্ক্র্যাপ অ্যান্ড ওয়েস্ট (আয়রন/স্টিল) ও গ্রানাইট স্ল্যাব ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪৩। | কুমিল্লা/দাউদকান্দি-সোনামুড়া সড়ক ও নৌ রুট | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, চাল, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, পান, CNG Spare parts, শুঁটকি মাছ, কাঁচা চামড়া, বিভিন্ন প্রকার মসলা, জিরা, ভুট্টা, সাতকরা, আগরবাতি, Arjun Flower (Broom), কাজু বাদাম, কাগজ, চিনি, জেনারেটর, ভাঙ্গা কাঁচ, চকোলেট, বেবি ওয়াইপার, কনফেকশনারি দ্রব্যাদি, বিটুমিন, সয়াবিন বীজ ও প্রাকৃতিক বালু ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪৪। | বিলোনিয়া (বাংলাদেশ)- বিলোনিয়া (ভারত) সড়কপথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪৫। | সাবরূম-রামগড় সড়কপথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪৬। | লুসাই পাহাড়ে প্রবিষ্ট কর্ণফুলী নদী নৌপথ | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪৭। | (ক) স্থল রুট¾ (অ) আরাকান রোড হইতে মিয়ানমার সীমান্ত পর্যন্ত (আ) কক্সবাজার হইতে আরাকান রোডচিটাগাং হইতে কুর্মিটোলা বিমানবন্দর, ঢাকা; (খ) বিমান রুটক ক্সবাজার- চট্টগ্রাম বিমানবন্দর এবং চট্টগ্রাম হইতে কুর্মিটোলা বিমান বন্দর, ঢাকা; (গ) জল পথ- বাকখালি এবং মহেশখালি চ্যানেল, বঙ্গোপসাগর, চট্টগ্রাম বন্দর পর্যন্ত কর্ণফুলি নদী পথে | গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৪৮। | টেকনাফ-মংডু নদী পথ | ১। সুতা, গুঁড়া দুধ, চিনি ও আলু (HS Code 0701.90.19 ও 0701,90.29)। |
৪৯। | (ক) কোলকাতা-হলদিয়া-রায়মঙ্গল-খুলনা-বরিশাল-নারায়ণগঞ্জ নৌ রুট (খ) ধুবড়ি-চিলমারী-আরিচা-নারায়ণগঞ্জ নৌ রুট | (ক) ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সুতা ও আলু; (খ) গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (Stones and boulders), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ, ফ্লাই অ্যাশ, প্লাগ, জিমসাম, ক্লিংকার, স্ল্যাগ ও কাঁচা তুলা ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৫০। | (ক) কোলকাতা-হলদিয়া-রায়মঙ্গল-খুলনা-বরিশাল-মুক্তারপুর নৌ-রুট (খ) চট্টগ্রাম/ মোংলা বন্দর মুক্তারপুর নৌ রুট | (ক) জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ নং ১৪৭/২০১৮/কাস্টমস/ ১৫০, তারিখ: ১০-০৪-২০১৮ খ্রি. এর আলোকে আমদানীয় কন্টেইনারজাত পণ্যসমূহ। (খ) জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ নং ৬৯/ ২০২০/ কাস্টমস/ ২৬২, তারিখ: ২৫-১১- ২০২০ খ্রি. আলোকে আমদানীয় নন-কন্টেইনারজাত বাল্ক ও ব্রেক বাল্ক পণ্যসমূহ ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৫১। | সড়কপথ, নৌপথ ও রেলপথ | রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য আমদানীয় যন্ত্রপাতি, সাজসরঞ্জামসহ প্রকল্পের জন্য সকল প্রকার পণ্য আমদানিযোগ্য। |
৫২। | নৌ রুট | রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য আমাদানীয় যন্ত্রপাতি, সাজসরঞ্জামসহ প্রকল্পের জন্য সকল প্রকার পণ্য আমদানিযোগ্য। |
৫৩। | বঙ্গোপসাগর হতে নৌ-রুট | লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৫৪। | বঙ্গোপসাগর হতে নৌ-রুট | লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৫৫। | বঙ্গোপসাগর হতে নৌ-রুট | লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৫৬। | বঙ্গোপসাগর হতে নৌ-রুট | লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |
৫৭। | নৌপথ | মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য আমদানীয় যন্ত্রপাতি, সাজসরঞ্জামসহ প্রকল্পের জন্য সকল প্রকার পণ্য আমদানিযোগ্য। |
৫৮। | বঙ্গোপসাগর হইতে এসপিএম বয়া পর্যন্ত নৌ-রুট এবং এসপিএম বয়া হইতে পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) পর্যন্ত জল ও স্থল পথে পাইপ লাইন | ক্রড অয়েল এবং গ্যাস অয়েল (এইচএসডি/ডিজেল) ব্যতীত সকল পণ্য আমদানি নিষিদ্ধ। |