Uncategorized

$60/টন দরে ১,০০০ মে.টন সিমেন্ট ক্লিংকার এর শুল্ক-কর কত?

উদাহরণ-১৪: একটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত প্রতি মেট্রিক টন ক্লিংকার এর ঘোষিত FOB মূল্য ৬০ মার্কিন ডলার (১ ডলার = ১০০ টাকা) । উক্ত পণ্যের উপর প্রতি মেট্রিক টন এ ৭০০ টাকা কাস্টমস ডিউটি আরোপিত আছে। এছাড়াও ১৫% মূল্য সংযোজন কর, ২% এআইটি এবং আগাম কর ৫% হার প্রযোজ্য থাকলেও উৎপাদনকারী হওয়ায় প্রতিষ্ঠানটি ৩% হারে আগাম কর পরিশোধ করল পণ্য চালানটির শুল্ক করের পরিমাণ নিরূপণ করুন। পণ্যচালানটির নিট ওজন ১০,০০,০০০ কেজি।

সমাধান: দেয়া আছে, মোট ওজন = ১০,০০,০০০ কেজি = ১,০০০ মে. টন

FOB মূল্য = $ ৬০ × ১,০০০ = $ ৬০,০০০

আমরা জানি, ফ্রেইট সমুদ্রপথে ২০% অথবা আকাশ পথে ১৫%, ইনস্যুরেন্স ১% এবং ল্যান্ডিং চার্জ ১%

 ফ্রেইট = ৬০,০০০ x ২০% = $ ১২,০০০             

 CFR মূল্য = FOB মূল্য + ফ্রেইট = ৬০,০০০ + ১২,০০০ = $ ৭২,০০০

এখন,

ইন্স্যুরেন্স = CFR x ১% = $ ৭২,০০০ x ১% = $ ৭২০

 CIF মূল্য = CFR + ইন্স্যুরেন্স = $ ৭২,০০০ + $ ৭২০ = $ ৭২,৭২০

আবার,

ল্যান্ডিং চার্জ = CIF x ১% = $ ৭২,৭২০ x ১% = $ ৭২৭.২০

 শুল্কায়নযোগ্য মূল্য বা AV = CIF + ল্যান্ডিং চার্জ = $ ৭২,৭২০ + $ ৭২৭.২০ = $ ৭৩,৪৪৭.২

বা, AV = ৭৩,৪৪৭.২ x ১০০ টাকা = ৭৩,৪৪,৭২০ টাকা        

        AV    = ৭৩,৪৪,৭২০ টাকা

আবার দেয়া আছে,

CD-৭০০ টাকা প্রতি মে. টন

RD-০%,

SD- ০%,

VAT-১৫%,

AIT-২%,

AT-৩%।

এখন,

CD = ওজন x ৭০০ টাকা = ১,০০০ x ৭০০ টাকা = ৭,০০,০০০ টাকা

VAT = (AV + CD + RD + SD) x ১৫% = (৭৩,৪৪,৭২০ + ৭,০০,০০০ + ০ + ০) x ১৫%

          = ৮০,৪৪,৭২০ x ১৫% টাকা = ১২,০৬,৭০৮ টাকা

AIT = AV x ২% = ৭৩,৪৪,৭২০ x ২% টাকা = ১,৪৬,৮৯৪.৪০ টাকা

AT = (AV + CD + RD + SD) x ৩% = ৮০,৪৪,৭২০ x ৩% = ২,৪১,৩৪১.৬০ টাকা

 মোট শুল্ক-কর এর পরিমাণ = CD + RD +SD +VAT + AIT + AT

                         = ৭,০০,০০০ + ০ + ০ + ১২,০৬,৭০৮ + ১,৪৬,৮৯৪.৪০ + ২,৪১,৩৪১.৬০

 = ২২,৯৪,৯৪৪ টাকা

উত্তর: ২২,৯৪,৯৪৪ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *